গুজরাত- হিমাচল প্রদশের নির্বাচনের ফল (বেলা ১টা পর্যন্ত)

নয়া দিল্লি: গুজরাতে ঝড় অব্যাহত বিজেপির। এগিয়ে ১৫৪ আসনে। হিমাচলে কংগ্রেস পিছনে ফেলেছে বিজেপিকে। কংগ্রেসের দখলে ৩৭। সেখানে বিজেপি এগিয়ে ২৮ টিতে। গুজরাতে মাত্র ৬ টি আসনে এগিয়ে আপ। হিমাচলে খাতা খুলতে পারেনি তারা।

বেলা ১টা পর্যন্ত ফল :

গুজরাত (১৮২/১৮২)

বিজেপি      ১৫৪

কংগ্রেস ১৯

আপ     ৬

অন্যান্য      ৩

হিমাচল প্রদেশ (৬৮/৬৮)

বিজেপি      ২৮

কংগ্রেস       ৩৭

আপ     ০

অন্যান্য      ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =