সন্দেশখালি: আবার অশান্ত সন্দেশখালি। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। অভিযোগ, সন্দেশখালিতে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। তৃণমূল টাকা দিয়ে ফেক ভিডিও বানিয়ে সন্দেশখালির মা বোনেদের সম্মান নষ্ট করছে। মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপির কার্যকর্তাদের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাতে বাধ্য করছে তৃণমূল নেতা কর্মীরা। তারই প্রতিবাদে এদিন সন্দেশখালি থানাতে একটি মাসপিটিশন করতে যায় বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ এলাকার নির্যাতিত মহিলারা। সেখানে তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠরা মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করে ও ছবি তুলতে যায়। এতেই ক্ষেপে যায় মহিলারা। রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি। দীর্ঘদিন ধরে সহ্য করতে করতে অবশেষে এদিন মহিলারা চড়াও হয় তৃণমূল নেতা কর্মীদের উপর।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই মাটিতে ফেলে তৃণমূল কর্মীদের মারধর করা হয়। কর্যত অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন বিধায়ক। রেখা পাত্রের দাবি শাহজাহান, শিবু হাজরা, সহ অন্যদের গ্রেপ্তারির পর আবার দিলীপ মল্লিক ও তার সাগরেদরা মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে। পুলিশকে দিয়েও হুমকি দেওয়াচ্ছে। আমরা এর প্রতিকার চাই। যদিও তৃণমূলের দাবি তারা একটি বাড়িতে মিটিং করছিল। সেখানে এসে বিজেপির কিছু মহিলা ও বহিরাগত মহিলারা এসে তাদের মারধর করেছে। এলাকার মহিলাদের দাবি তৃণমূল টাকার বিনিময়ে ফেক ভিডিও বানিয়ে তা বাজারে ছেড়ে নতুন করে মহিলাদের অসম্মান করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওনারা কি এখানে এসে একবার খোঁজ নিয়েছেন। উনি তো দিদি নম্বর ওয়ানে গিয়ে নাচানাচি করছেন।
এক কথায় বলা যায়, নতুন করে আবার অশান্ত সন্দেশখালি। মহিলারা এবার রণং দেহি মূর্তিতে অবতীর্ণ হয়েছেন।