নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর :- বেহাল পরিষেবার অভিযোগে ভোট বয়কটের ডাক দিলেন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর সংসদের নীলগঞ্জ কালিতলার কুড়িটি পরিবার। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার কারনে কালিতলার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে পোষ্টার টাঙিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে বেহাল দশায় পরিণত রাস্তাঘাট ও নিকাশি নালা। রয়েছে পানীয় জলের সমস্যাও। এলাকায় নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। পঞ্চায়েতে বহুবার জানিয়েও কোনও ফল মেলেনি। বাসিন্দাদের দাবি, একপ্রকার নিরুপায় হয়েই।ভোট বয়কটের সিদ্ধান্ত তারা নিয়েছেন। শিউলি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অরুন ঘোষ বলেন, ওই সংসদে অনেক রাস্তাই হয়েছে। শুধু দুটি রাস্তা করতে বাকি। নির্বাচন ঘোষণা হওয়ায় ওই এলাকার রাস্তাটা করা গেল না। যদিও ওখানকার সদস্যকে বলেছিলাম আগে কালিতলার রাস্তাটা করে দিতে। বিদায়ী প্রধান আরও বলেন, গঙ্গা একশান প্রকল্পের কাজ চলছে। তাই বাড়ি বাড়ি জল পৌঁছতে দেরি হচ্ছে।