ক্রমবর্ধমান অজানা জ্বরে আতঙ্কিত কালনাবাসী

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: প্রতিদিনই কালনা মহকুমা হাসপাতালে অজানা জ্বরের রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে বলে খবর। আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হয়ে একজন রোগী মারা যাওয়ার পর সেই আতঙ্ক বেড়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।
বৃহস্পতিবার কালনার কৃষ্ণদেবপুর এলাকার বছর চব্বিশের দেবকুমার ঢালি মারা যান। যদিও ডেঙ্গু, ম্যালেরিয়া দু’টি টেস্টের রিপোর্টই তার নেগেটিভ এসেছিল। কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি জানান, এনকেফেলাইটিসের জন্য তাঁর মৃত্যু হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়ারû রিপোর্ট তাঁর নেগেটিভ এসেছিল। তবে জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছেন তিনি। আর পরিস্থিতি সামলানোর জন্য কালনা হাসপাতাল সবদিক থেকে প্রস্তুত আছে বলেও তিনি জানিয়েছেন।
জানা গিয়েছে, বর্তমানে অজানা জ্বর নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হন ৬০ জন। যার মধ্যে রয়েছে তিনজন ডেঙ্গু পজিটিভ। রোগী ভর্তি সংখ্যায় এতটাই বেড়েছে যে, পরিস্থিতি সামলাতে একই বেডে দু’জন করে রোগী রাখতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =