নিজস্ব প্রতিবেদন, জামুড়িয়া: বিশুদ্ধ পানীয় জলের দাবিতে শনিবার নন্ডিগ্রামের সিনেমা মোড় থেকে চার নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ সাপ্লাইয়ের পাশের রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। যার জেরে জামুড়িয়া সিনেমা মোড় থেকে নন্ডিগ্রাম যাওয়ার প্রধান সড়কটি ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, তীব্র গরম আর এই গরমে পানীয় জলের সংকট তাঁদের এলাকায়। রাস্তায় পানীয় জলের জন্য কল লাগানো হয়েছে কিন্তু সেই কলে নিয়মিত জল আসে না বলে অভিযোগ। আবার যখন জল আসে, তা খুব কম মাত্রায় আসে তাও নোংরা জল আসে, বিশুদ্ধ পানীয় জল আসে না বলে দাবি। আর বাধ্য হয়ে এই সেই নোংরা জল পান করে নানান রোগে ভুগছেন স্থানীয়রা বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। বিক্ষোভকারী মালতি সাউ নামে এক মহিলা জানান, তাঁদের এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট। সামনেই ভোট আসছে আর জল না থাকলে না বেঁচে থাকলে ভোট কে দেবে?
সড়ক অবরোধের খবর পেয়ে এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি বাবলু পোদ্দার ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কার দিয়ে বর্তমানে জল সরবরাহের আশ্বাস দিলেই অবরোধ ওঠে।