উত্তরকাশীর উদ্ধারকাজে ফের বিপত্তি। ভেঙে ড্রিল মেশিনের উপর ভেঙে পড়ল পাহাড়ের একাংশ। যার ফলে আপাতত থমকে উদ্ধারকাজ। গত রবিবার থেকে ধসের নীচে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। জানা গিয়েছে, উদ্ধারকাজে ব্যবহৃত অগার মেশিনের উপরে ধসে পড়েছে পাহাড়ের একটি অংশ।
অন্যদিকে, ক্রমাগত ড্রিলিংয়ের কারণে অগার মেশিনেও কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে আনানো অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরই ২৫ টনের আরও একটি একই ধরনের মেশিন ইন্দোর থেকে দেরাদুনে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আপাতত ব্যাক-আপের জন্যই রাখা হচ্ছে এই মেশিনকে। আজ সকাল ১০টা থেকে এই মেশিন ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের পাইপের মাধ্য়মে জল, খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাদের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য চিকিৎসক ও পরিবারের সদস্যরাও নিয়মিত কথা বলছেন ৪০ জন শ্রমিকের সঙ্গে।
উদ্ধারকাজে যন্ত্রাংশ সরবরাহের জন্য প্রতি মুহূর্তে সহযোগিতা করছে ভারতীয় বায়ু সেনার এ-১৭ এয়ারক্রাফট। দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে ১৬৫ জনের উদ্ধারকারী টিম।