নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: ইন্দাস থেকে ওয়েস্টার্ন স্বামফেন বার্ড উদ্ধার হল। ইন্দাস থেকে এই বিদেশি পাখিটি উদ্ধার করলেন পাত্রসায়ের বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানতে পারা যায়, পাখিটির নাম ওয়েস্টার্ন স্বামফেন বার্ড, বাংলায় যাকে বলে কায়েম বা সুন্দরী বা কালিম। মূলত এই পাখিটি পাওয়া যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেনে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইন্দাস এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর আসে ওই এলাকায় এই পাখিটি দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাত্রসায়ের বন দপ্তরের আধিকারিকরা এবং সুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন।
পাত্রসায়ের রেঞ্জ অফিসার জানান, রাত প্রায় ১১.৪০ মিনিট নাগাদ এই পাখিটি উদ্ধার হয়। এই মুহূর্তে পাখিটি সুস্থ আছে এবং পুনরায় পাখিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।