◆ দীর্ঘ ৩৪বছর বছর ধরে মাদার টেরেসার জন্মদিবস পালন করছেন আইনজীবী তমাল কান্তি মুখার্জি
১৯১০ সালের ২৬ আগস্ট। অটোমান সাম্রাজ্যের অধীন মেসিডোনিয়ার স্কোপিতে মায়ের কোলজুড়ে আসে ফুটফুটে এক শিশু। কে জানত, সেই শিশুই একদিন প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়াবে পৃথিবীতে। হাসি ফোটাবে দুঃখী মানুষের মুখে।
সারা বিশ্ব আজও ভোলেনি সেই মাদার টেরেসাকে। তাঁর অবদান সারাষবিশ্ব জানে। আর্ত, দুস্থদের মাসীহা তিনি। বিশেষ করে কুষ্ঠ রোগীর জন্য তাঁর অবদান এখনও ভোলেনি গোটা দেশ। শুধুমাত্র মানব সেবা করবেন বলে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। সেই মহীয়সীর এদিন ১২৪তম আবির্ভাব দিবস।তাঁকে বিশেষ দিনে শ্রদ্ধা নিবেদন ট্যাংরার শান্তি দান, মিশনারি অফ চ্যারিটি।
এদিন তাঁর জন্মদিবস উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব তমাল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন গানে গানে স্মরণ করা হয় মাদারকে। বিশিষ্ট শিল্পীরা সামিল হন সঙ্গীত পরিবেশন এ। উল্লেখ্য, দীর্ঘ ৩৪বছর বছর ধরে মাদার এর বিশেষ দিন উপলক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন বিশিষ্ট আইনজীবী তমাল কান্তি মুখার্জি। এ বছরও তাঁর উদ্যোগে এই আয়োজন।

