মোদি পদবী মামলায় সাময়িক স্বস্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কারণ, সোমবার পটনা হাইকোর্ট নিম্ন আদালতের আদেশের ওপর ১৫ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করে।
প্রসঙ্গত, ২০১৯ সালে কর্নাটকে ভোট প্রচারে গিয়ে, রাহুল এক জনসভা থেকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, মোদি পদবিধারীদের নামই কেন বারবার চোরদের তালিকায় উঠে আসছে? এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা সুশীল মোদি একটি মামলা দায়ের করেন। গুজরাতের পাশাপাশি মানহানির মামলা দায়ের হয়েছিল বিহারেও। সুশীল মোদির এই আবেদনের ভিত্তিতে, পটনার এক নিম্ন আদালত এই মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধিকে ১২ এপ্রিল আদালতে হাজিরা দিতে নির্দেশ দেয়। নিম্ন আদালতের সেই নির্দেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
এদিকে গুজরাটের সুরাটের আদালত ইতিমধ্য়েই রাহুল গান্ধিকে এই মামলায় দোষী সাব্যস্ত করে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালতের সেই রায়ে গুজরাত হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রাহুল। তবে সেখানেও স্বস্তি মেলেনি, রাহুলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।