কলকাতা : চৈত্রের শেষলগ্নে অস্বস্তিকর আবহাওয়া ও ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরম উধাও মহানগরীতে, শহর ও শহরতলির আবহাওয়া কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
আপাতত তীব্র গরম থেকে কয়েকদিনের জন্য স্বস্তি মিলতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সোম অথবা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের, উত্তরবঙ্গেও আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১৩ এপ্রিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগণা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১৪ ও ১৫ এপ্রিলও এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।