ব্যারাকপুর : বিশ্বকর্মা পুজোর দিন বন্ধ হয়ে গিয়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। মিল বন্ধে বিপাকে পড়েছিলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে পাঁচ হাজার শ্রমিক। জানা গিয়েছে, মিল কর্তৃপক্ষের সঙ্গে উইন্ডিং বিভাগের দু’জন শ্রমিকের বিবাদ হয়েছিল। ক্ষমাপত্র দেওয়া সত্ত্বেও, ওই দুই শ্রমিককে গেটের বাইরে করে দেওয়ার অভিযোগ উঠেছিল। ক্ষোভে গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছিলেন। ওইদিন বিকেলে ব্যারাকপুরের সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং মিল কর্তৃপক্ষকে নিঃশর্তে মিল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন। রাতে মিল কর্তৃপক্ষের তরফে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়েছিল। অবশেষে সোমবার শ্রমিক ইউনিয়ন ও মালিক পক্ষের বৈঠকে জট কেটে মিল খুলতে চলেছে। মিল খোলার খবরে এদিন সন্ধেয় শ্রমিকরা মিলের গেটে জমায়েত হয়েছিলেন। পুজোর আগেই মিল খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা। তারা জানালেন, মঙ্গলবার মিলে রক্ষণাবেক্ষনের কাজ হবে। আর বুধবার থেকে মিলে উৎপাদন শুরু হবে।