কালীঘাট মন্দিরের চারপাশের সংস্কার করবে রিলায়েন্স গোষ্ঠী

হাওড়া: বিশ্বের সকল সনাতনী ধর্মের মানুষের কাছে কালীঘাটের তীর্থ অত্যন্ত শ্রদ্ধার ও ভক্তির স্থান বলেই পরিচিত। যা কিনা আবার সনাতন শাস্ত্রের ৫১ টি শক্তি পীঠের মধ্যে অন্যতম। আর এ হেন প্রাচীন শক্তিপীঠের মন্দির সংস্কার করার দায়িত্ব নিল রিলায়েন্স গোষ্ঠী। কিছু দিনের মধ্যেই এই কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ শুরু করতে চলেছে রিলায়েন্স বলেই কলকাতা পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে। ২০২৩ সাল শেষ হওয়ার আগেই সংস্কারের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ এমনটাই জানানো হয়েছে।
কালীঘাট মন্দিরকে নতুন আদলে সংস্কার করার কাজে হাত দিতে চলেছে দেশ ও বিশ্বের অন্যতম অন্যতম নামী সংস্থা রিলায়েন্স। কালীঘাট মন্দিরের সংস্কার থেকে শুরু করে তাঁর সৌন্দর্যায়নের দায়িত্ব নিতে চলেছে এই বাণিজ্যিক সংস্থা। রিলায়েন্স সূত্রে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কালীঘাট মন্দির সংস্কারের কাজ শেষ হবে।
কিছুদিন পূর্বেই কলকাতা পৌরনিগমে একটি বৈঠকে মন্দির কমিটির সহ পৌরনিগম এবং রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরাও মন্দির সংস্কার বিষয়ে একটি আলোচনাতে উপস্থিত ছিলেন। সেখানেই মন্দির ও তৎসংলগ্ন চারপাশের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যার মধ্যে রয়েছে মন্দিরের গর্ভ গৃহ থেকে শুরু করে কুণ্ড পুকুর, ভোগ ঘর, নাট মন্দির, ভিতর দিকের চাতাল এবং বাইরের দেওয়ালের আমূল সংস্কার করা হবে।
যদিও এক্ষেত্রে গর্ভ গৃহ, নাট মন্দির ও ভোগ ঘর ঐতিহ্যশালী ভবন তালিকার ‘এ গ্রেট’ বলে উল্লেখিত থাকায় সেটা মাথায় রেখেই সব কাজ করা হবে। এক্ষেত্রে কাজ শুরু করার পূর্বে হেরিটেজ শাখার অনুমোদন নিয়ে নতুন টাইলস লাগানো হবে। প্রবেশ দরজা থেকে টানা আদি গঙ্গা পর্যন্ত রাস্তাটিকেও সুন্দর করার সাজানোর ভাবনাও রয়েছে বলেই জানা যাচ্ছে।
সম্প্রতি মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সংস্কারের কাজ খতিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =