বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে এলিট লিগের অনুর্ধ্ব-১৮ ডার্বিতে ২-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ইস্টবেঙ্গল। তবে হারলেও গ্রুপ টেবিলে শীর্ষস্থানে রয়েছে মহামেডান। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়৷ একাধিক সুযোগ পেয়েও গোলের মুখ খুলতে পারেনি দুই দল। প্রথমার্ধের একেবারে শেষদিকে লাল-কার্ড দেখে বেরিয়ে যেতে হয় মোহনবাগান ফুটবলার কিপগেনকে। ফলে দ্বিতীয়ার্ধ দশ জনে খেলতে হয় মোহনবাগানকে। এখানে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোলমুখ খোলে ইস্টবেঙ্গল। বাঁদিকের উইং থেকে নয়ন ছেত্রী বক্সের বাইরে থেকে বল বাড়িয়ে দেন। দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন চেসাম ইয়াহিয়া৷ এরপর একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। দশ জনের মোহনবাগানও একের পর এক আক্রমণ শানায়। ডেগি কার্ডোজার ছেলেরা সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ৷ দ্রুত প্রতিআক্রমণ তুলে বরং চাপ সৃষ্টি করে ইস্টবেঙ্গলের যুব ফুটবলাররা। পরিবর্ত হিসেবে নেমে দ্বিতীয় গোল করে প্রীতম গাইন৷ মোহনবাগান প্রাক্তনী প্রীতম গাইন এর আগের ডার্বিতেও গোল করেছিলেন৷ প্রথম পর্বে মোহনবাগান মাঠে ডার্বিতে ১-১ গোলের ব্যবধানে ড্রয়ে শেষ হয়েছিল। আপাতত গুরুত্বপূর্ণ জয় প্র্য্র স্বস্তিতে ঐশ্বরিয়ান পিল্লাইয়ের দল। সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে লাল-হলুদের যুবরা। তবে ডার্বি হেরেও শীর্ষে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ একই সংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মোহনবাগান।

