ড্র করে মরসুম শুরু লাল-হলুদের

ইস্টবেঙ্গল কখনও আইএসএলের প্রথম ম্যাচ জেতে না। এ যেন মিথ হয়ে রয়েছে। হাতে গোনা কয়েক মরসুমই ইন্ডিয়ান সুপার লিগে খেলছে লাল-হলুদ। প্রতি মরসুমে শুধু প্রত্যাশাই থাকে। পূরণ আর হয় না। নতুন মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। এ বারও ড্র। কিছু ইতিবাচক দিক। তবে সমর্থকদের জন্য হতাশারই শুরু। এমন শুরু কোনও সমর্থকই চান না। বিশেষ করে প্রতিবেশি মোহনবাগান যখন জয় দিয়ে মরসুম শুরু করে। ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু করেছিল কার্লেস কুয়াদ্রাতের দল। গ্রুপ পর্বে মোহনবাগানকে হারালেও ফাইনালে সবুজ-মেরুনের কাছে হার হজম করে লাল-হলুদ শিবির। তার পরে যা সময় পাওয়া গিয়েছে, তা দিয়েই আইএসএলের জন্য প্রস্তুত হয়েছিল কুয়াদ্রাতের দল। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়েই কঠিন। ইস্টবঙ্গল প্রথমার্ধে জামশেদপুরের বক্সে একাধিক বার হানাদারি চালায়। কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না। জামশেদপুরের গোলকিপার রেহনেশ একাধিক বার দলকে বাঁচান। সিভেরিও অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি। বোরহার শট রেহনেশ  থামান। নাওরেম মহেশের প্রয়াসও ব্যর্থ করলেন জামশেদপুর গোলকিপার। এতে হতাশা বেড়েছে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের। হতাশ হয়েছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রাও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে অনেকেই আসা করেছিলেন দ্বিতীয়ার্ধ ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেবে। কিন্তু তাও হয়নি। অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে ইস্টবেঙ্গলকে রুখে দিল জামশেদপুর। অন্যদিকে হোম ম্যাচে পয়েন্ট নষ্ট করল কুয়াদ্রাতের দল। পরের ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কী করে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =