দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষে যান চলাচল বন্ধ রেড রোডে

শুক্রবার কলকাতার বুকে দুর্গাপুজো কার্নিভাল। একশোর বেশি দুর্গা প্রতিমা নিয়ে শহর ও শহরতলির বিভিন্ন বড় পুজো কমিটিগুলির তরফ থেকে ট্যাবলো নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেবে। এই কারণেই সেজে উঠেছে রেড রোড। এরই পাশাপাশি পুলিশের তরফেও যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়। শুধু তাই নয়, শুক্রবারের কার্নিভালের জন্য বৃহস্পতিবারই রাত ৯ টা থেকে রেড রোড ধরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর তা জানিয়েও দেওয়া হয়, কলকাতা পুলিশের তরফে ফেসবুক হ্যান্ডেলে।

বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়ে আসছে। বছর বছর এই কার্নিভালের জৌলুস আরও বেড়েছে। গতবছর কলকাতার দুর্গোৎসবকে ইউনেসকো ইনট্যানজিবেল হেরিটেজের স্বীকৃতি দেওয়ার পর কার্নিভাল আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে কলকাতা শহরে। বৃহস্পতিবার জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল চলে।এই কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড বরাবর রাস্তার দু’ধারে দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে।প্রায় ১৮ হাজার মানুষ কার্নিভাল দেখতে পারবেন রেড রোডের দু’ধারে। এছাড়া করা হয়েছে দু’টি মঞ্চও। একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। অপর একটি মঞ্চের ব্যবস্থা করা হচ্ছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =