কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ সকলকেই চলতি বছরে চাকরি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘২০১৭ সালে যারা পাশ করেছেন, দীর্ঘদিন বসে আছে তারা একাধিকবার আমার সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি, স্যার আমাদের রিত্রু«টমেন্ট প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ দিন।’ এর পরেই তাঁর সংযোজন, ‘প্রাথমিক টেটে ২০১৪ সালে এবং ২০১৭ সালে যারা পাশ করেছেন তারা আবেদন করুন। ২১ তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে। এই বছরেই নিয়োগ দেব।’
২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন। আমরা চেষ্টা করব সবাইকে এ বছরই চাকরি দেওয়ার।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতির ফলে টেট পাশ কেেরা বহু যোগ্য চাকরিপ্রার্থী চাকরি পাননি। যোগ্য চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। সেই আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার রাতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতা করার অভিযোগে মানিককে গ্রেফতার করেছে গোয়েন্দারা। মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে তোলে ইডি। আর এদিনই সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে প্রতিশ্রুতি দিলেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।