বিহারের সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার রাশি রাশি টাকা

বিহারের সরকারি আধিকারিকদের ঘরে টাকার পাহাড়। ভিজিল্যান্স দপ্তর (VIB) তল্লাশি চালাতেই মিলল কোটি কোটি নগদ টাকার হদিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিহারের (Bihar) সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।

বিহারের কিষানগঞ্জ ডিভিশনের রুরাল ওয়ার্ক ডিপার্টমেন্টের (RWD) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রাইয়ের বাড়িতে শনিবার হানা দেয় ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। তাঁদের কাছে রাইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সূত্রের খবর, ক্যাশিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই এদিন সঞ্জয়কুমারের বাড়িতে হানা দেয় ভিআইবি।

সঞ্জয়ের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা দায়ের করে তল্লাশি শুরু করে ভিআইবি। পাটনায় ইন্দ্রপুরী এলাকায় সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ উদ্ধার করে তারা। আনা হয়েছে নোটগোনার মেশিন। বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর। এরই মধ্যে নোটের নম্বর মেলানো শুরু করেছে তদন্তকারী দলটি। সুজিত সাগরের মতে, সঞ্জয় কুমার রাইয়ের বিরুদ্ধে বিহারের বেশ কয়েকটি ঘুষ মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি জানিয়েছেন, শুধু বাড়িতেই নয়, ইতিমধ্যে, ভিজিল্যান্স বিভাগ পাটনা-সহ বিহারে সঞ্জয় কুমার রাইয়ের আরও ৩-৪টি বাড়িতে অভিযান চালিয়েছে। সব মিলিয়ে ৪ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি এবং তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। আজ কিষাণগঞ্জে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে। প্রায় ১ কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে, এবং কিছু অপরাধমূলক নথি এবং সোনা-রুপোর গয়নাও উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =