পাটনা : রেকর্ড ভোট পড়ল বিহারে, দ্বিতীয় তথা শেষ দফায় বিহারে ভোটের হার ৬৮.৫২ শতাংশ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিহারে এখনও পর্যন্ত ৬৮.৫২ শতাংশ ভোট পড়েছে। বিহারে এদিন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে নির্বাচন। কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
এদিন বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম চম্পারণ, মধুবনী, সীতামাড়ি, শেওহর, সুপল, আরারিয়া, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, গয়া, ঔরঙ্গাবাদ, জেহানাবাদ ও জামুই।
ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রায় ৩ কোটি ৭০ লক্ষের বেশি ভোটার এই দফায় ভোট দেন।

