অমরনাথ যাত্রায় রেকর্ড, ১০ দিনে ২ লক্ষের বেশি তীর্থযাত্রীর পবিত্র গুহা দর্শন

জম্মু : এই বছরের অমরনাথ যাত্রা একের পর এক রেকর্ড গড়েই চলেছে। মাত্র ১০ দিনে ২ লক্ষের বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। বার্ষিক অমরনাথ যাত্রা চলছে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই। মঙ্গলবার ভোরে ৫,৪৩৩ জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, ২৯ জুন শুরু হওয়ার পর থেকে গত ১০ দিনে দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন।

প্রশাসন সূত্রের খবর, ৫,৪৩৩ জন তীর্থযাত্রীর আরেকটি দল মঙ্গলবার ভোরে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে উপত্যকার উদ্দেশ্যে দু’টি এসকর্টেড কনভয়ে রওনা হয়েছে। প্রথম এসকর্টেড কনভয় ৮৯টি গাড়িতে ১,৯৭১ জন পুণ্যার্থী নিয়ে মঙ্গলবার ভোররাত ৩.১৩ মিনিট নাগাদ উত্তর কাশ্মীরের বালতাল বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১২৪টি গাড়িতে ৩,৪৬২ জন পুণ্যার্থী নিয়ে একটি দ্বিতীয় এসকর্টেড কনভয় ভোর ৪.০৩ মিনিট নাগাদ ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =