রেডরোডে বেপরোয়া গাড়ির ধাক্কা, টাঙ্গা থেকে পড়ে আহত ৩

কলকাতা: শীতের মরসুমে ঘোবার গাড়ি চড়ে আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন। সেই আনন্দ যে নিরানন্দে পরিণত হবে ভাবেননি কেউ।

এবার গাড়ির ধাক্কা রেড রোডে। ঘোড়ার গাড়িতে ধাক্কা মারল চারচাকার গাড়ি। দুমড়ে যায় ঘোড়ার গাড়ি মানে টাঙ্গাটির একাংশ। আহত হন ৩ জন। গ্রেপ্তার করা হয়েছে চারচাকা গাড়ির চালককে।বছর শেষে শীতের কলকাতায় ঘুরতে বের হন অনেকেই। সেরকমই বুধবার সকালে ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল শিশু। তাঁরা রেড রোডে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। একটি গাড়ি আচমকা ধাক্কা দেয় ঘোড়ার গাড়িটিতে। রাস্তায় ছিটকে পড়েন ঘোড়ার গাড়িতে থাকা তিন জন। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। একটি চাকা খুলে যায়। এদিকে যে গাড়িটি ধাক্কা দিয়েছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি আহত তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

এই দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে রেড রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রবল যানজট তৈরি হয়। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? চালকের দাবি, আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসে ঘোড়ার গাড়িটি। তিনি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, ইতিমধ্যেই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোড়াটির শারীরিক অবস্থা জানা যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগে চিংড়িহাটায় বেপরোয়া গাড়ি ধাক্কা মারে ৭ থেকে ৮ জনকে। মৃত্যু হয় ১ মহিলার। এবার ফের দুর্ঘটনা কলকাতার বুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =