ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে অদ্ভূত পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাওয়ে ম্যাচে জয় আসছে। কিন্তু নিজেদের ঘরের মাঠেই হার। এ মরসুমে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলের জন্মদিনে চিন্নাস্বামীতে ছোট ম্যাচ। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অবশেষে বৃষ্টি থামে। ঠিক হয়, ম্যাচ হবে ১৪ ওভারের। ২০০৮ সালের ১৮ এপ্রিল আরসিবির মাঠেই আইপিএলের অভিষেক হয়েছিল। সেই ম্যাচে আরসিবির প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ১৮ তম সংস্করণে একই দিনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল আরসিবি। ম্যাচ রুদ্ধশ্বাস হলেও ফল পঞ্জাবের পক্ষেই।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। বৃষ্টি যদি ফের বাধা হয়ে দাঁড়ায়, সে কারণেই এমন সিদ্ধান্ত, পরিষ্কার করে দেন শ্রেয়স। ছোট ম্যাচ হওয়ায় আরসিবি শুরু থেকেই দ্রুত রান তোলায় মন দেয়। আর এতেই একের পর এক বিপদ। যে ভাবে উইকেট পড়ছিল, তাতে আরসিবি আরও একবার ৪৯-এর মধ্যে অলআউট না হয়ে যায়, এমন আশঙ্কাও ভিড় করেছিল। মাত্র ৪২ রানেই ৭ উইকেট হারায় আরসিবি। শেষ দিকে টিম ডেভিডের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে পঞ্জাবকে ৯৬ রানের টার্গেট দেয় আরসিবি।
ছোট টার্গেট। পঞ্জাব কিংস সহজেই জিতবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছিল। যদিও জশ হ্যাজলউড ম্যাচে রোমাঞ্চ আনেন। সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার। ৫৩ রানে ৪ উইকেট হারায় পঞ্জাব। ক্রমশ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। শশাঙ্ক সিং মাত্র ১ রানে ফিরতেই সমস্যা। যদিও তরুণ বাঁ হাতি ব্যাটার নেহাল ওয়াদেরা ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন স্টইনিস। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পঞ্জাব কিংসের।