হারের হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ আরসিবির

চন্দ্রবিন্দুর সেই জনপ্রিয় গান বিরাট কোহলিরা নিঃসন্দেহে জানেন না। কিন্তু পরিস্থিতিটা যেন তেমনই। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটাররা যেন এই প্রার্থনাই করছেন নিজেদের মতো করে। শুধু জুজুর পরিবর্তে ওয়ার্ডটা যুজি হবে। কিন্তু বাকিটা অর্থাৎ, ‘আমাকে থাবা দিও না’খ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। যুজবেন্দ্র চাহালের আইপিএল কেরিয়ারের বেশির ভাগ সময় কেটেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। আজ আরও একবার প্রতিপক্ষ হিসেবে নামবেন আরসিবির বিরুদ্ধে।

গত মরসুমে রাজস্থান রয়্যালসে ছিলেন। মেগা অকশনে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। মরসুমের শুরু থেকে হতাশ করছিলেন অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। কিন্তু দুর্দান্ত প্রত্য়াবর্তন করেছেন। মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে রেকর্ড জয় ছিনিয়ে পঞ্জাব। তার অন্যতম কারণ, প্রথম তিন ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে কেকেআর মিডল অর্ডারে বিপর্যয় এনেছিলেন চাহালই। এমন দুরন্ত ফর্মে থাকা চাহালকে যে সমঝে চলতে হবে, এ আর নতুন কী!

বোলিংয়ে শুধু চাহালই নন, একঝাঁক বিকল্প রয়েছে পঞ্জাব কিংসে। ব্যাটিংয়েও তাদের বিকল্প কম নয়। গত ম্যাচটা ব্যাটারদের জন্য খারাপ হলেও বোলাররা সামলে দিয়েছেন। পঞ্জাবের দুই ওপেনার যেমন ছন্দে, তেমনই লোয়ার মিডল অর্ডারে একঝাঁক অপশন। নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিংরাও ছন্দে। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠে নামলেও তাদের উপরই যেন বাড়তি চাপ। এ মরসুমের পরিসংখ্যানও তেমনই। আরসিবি সব কটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে। কিন্তু ঘরের মাঠে দুটি খেলে দুটিতেই হার। আজ হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =