নয়া দিল্লি: আরও একবার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫ ডিসেম্বর শুরু হওয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় আরবিআই। এই রেপো রেট বাড়ানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট। অর্থাৎ, এবার সুদ বাড়ল আরও ০.৩৫ শতাংশ। চলতি আর্থিক বছরের হিসেবে আগেই ৪ বার রেপো রেট বৃদ্ধি করে রিজার্ভ ব্যাঙ্ক। এবারের বৃদ্ধি নিয়ে তা বেড়ে হল ২,২৫ শতাংশ। অর্থাৎ গত পাঁচ বারে শেষ সাত মাসে আরবিআই মোট ২২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করল। মূলত, দেশে যখন মূল্যবৃদ্ধি চড়তে থাকে, তখনই দেশে মুদ্রাস্ফীতির উপর লাগাম টানতে রেপো রেট বৃদ্ধির পথে হাঁটে ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করে, রেপো রেট বাড়ালে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
প্রসঙ্গত, এবারের মানিটারি পলিসি কমিটির বৈঠক শুরু হয় ৩ ডিসেম্বর। মোট ৬ সদস্যের বৈঠকে আরবিআই বুধবার এই সিদ্ধান্তে উপনীত হয় যে, আরও একবার রেপো রেট বাড়ানো হচ্ছে। ফলে আরবিআই-এর নয়া সুদের হার হল ৬.২৫ শতাংশ। যা কিনা গত আর্থিক বছরের শেষে ছিল ৪ শতাংশ। তবে এই রেপো রেট বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জন্য ঋণ আরও মহার্ঘ হয়ে উঠবে। কারণ, সাধারণ মানুষ মোটেই আরব্আই -এর থেকে ঋণ নেয় না। কিন্তু সাধারণ মানুষ ঋণ নেয় দেশের নানা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে। এই ব্যাঙ্কগুলি আরবিআই-এর থেকে লোনে টাকা এনে তা সাধারণ মানুষকে দেয়। আরবিআই-এর এই সুদের হার বৃদ্ধি করার ফলে, ব্যাঙ্কগুলিও সুদের হার বৃদ্ধি করবে।