ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থালা অর্থাৎ লিডার তকমা কার, সেটা অজানা নয়। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। তেমনই কয়েক বছর আগেই থালাপতি অর্থাৎ সেনাপতির তকমা দেওয়া হয় রবীন্দ্র জাডেজাকে। দীর্ঘ সময় ধরেই চেন্নাই সুপার কিংসে খেলছেন। ট্রফি জয়ের অন্যতম কারিগরও। নেতৃত্বও দেওয়া হয়েছিল তাঁকে। যদিও নেতৃত্বের প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। চোটও পান। এরপর আর নেতৃত্ব দেননি। তবে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ এখনও। সেই থালাপতি রবীন্দ্র জাডেজা এ বার ভারতীয় ক্রিকেটেও নতুন তকমা পেলেন।
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল। ভারতীয় দলের নেতৃত্ব বদলেছে একজন রয়ে গিয়েছেন, রবীন্দ্র জাডেজা। নীরবে দলের হয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানান। তবে ওয়ান ডে এবং টেস্ট খেলছেন।
সামনেই ম্যাঞ্চেস্টার টেস্ট। ভারত হয়তো ২-১ এগিয়ে থাকতে পারত। কিন্তু মাত্র ১৯৩ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতা প্রবল চাপে ফেলে। শেষ অবধি ক্রিজে থাকেন রবীন্দ্র জাডেজা। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে নিয়ে মরিয়া লড়াই করেন। যদিও মহম্মদ সিরাজের আনলাকি আউটে সব লড়াই শেষ। জাডেজা ৬১ রানে অপরাজিত থাকে। দলের হার ২২ রানে। জাডেজার লড়াই অবশ্য সকলের মন জিতে নিয়েছে।
ইংল্যান্ডে টানা চার ইনিংসে হাফসেঞ্চুরি প্লাস স্কোর। তবে লর্ডসে ১৮১ বলে ৬১ রানে অপরাজিত থাকা। সঙ্গী পেলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন। ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে রবীন্দ্র জাডেজাকে নিয়ে গৌতম গম্ভীর বলেন, ‘দুর্দান্ত লড়াই। জাড্ডু যেভাবে মরিয়া চেষ্টা করেছে তা প্রশংসনীয়।’ সেই ভিডিয়োর টাইটল দেওয়া হয়েছে MVP অর্থাৎ ভারতীয় দলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।

