‘র’-এর পরবর্তী প্রধান হচ্ছেন রবি সিনহা

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হবেন রবি সিনহা। তিনি সমন্তকুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার ১৯৮৮-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

১৯৮৪-র ব্যাচের আইপিএস অফিসার সমন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন।  গোয়েন্দা মহলে পাকিস্তান বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি রয়েছে দুঁদে আইপিএস অফিসার রবি সিনহার। ছত্তিসগড় ক্যাডারের ১৯৮৮-র ব্যাচের অফিসার তিনি। বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। প্রায় দু’দশক ধরে র-এর সঙ্গে জড়িত রয়েছেন তিনি। সাত বছর গুপ্তচর সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। জম্মু ও কাশ্মীরকে নিজের হাতের তালুর মতোই চেনেন সিনহা। পঞ্জাব নিয়ে কাজ করেছেন তিনি। অপারেশনাল বিভাগে থাকার দরুন একেবারে ময়দানের হাল হকিকত তাঁর নজরে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =