চলতি আইপিএলে একেবারে নিস্প্রভ ছিলেন জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের বিশ্ববন্দিত ভারতীয় জোরে বোলার প্রথম দশ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। একেবারেই ধারাবাহিকতার মধ্যে ছিলেন না।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত সোমবার একেবারে ‘বুম বুমু বুমরা’কে দেখল আইপিএল। দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি। ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আগুনে বোলিং করলেন বুমরা। কেকেআর ব্যাটারদের গুঁড়িয়ে দিলেন ইয়র্কার আর বাউন্সার অস্ত্রে। ক্রোড়পতি লিগে এই প্রথম ফাইফার (পাঁচ উইকেট) পেলেন তিনি।
বুমরার বোলিংয়ে মোহিত তাঁর প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বুমরার প্রশংসায় টুইট করলেন তিনি। শাস্ত্রী লিখলেন, “ড্যাডি দেখিয়ে দিল কে বস। আশা করি তরুণরা বুমরার বোলিং দেখছে। ক্লাস ইজ পারমানেন্ট।” বুমরা কেকেআরের বিরুদ্ধে চার ওভার বল করে একটি মেডেন দেন। মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। বুমরার সৌজন্যেই মুম্বই কেকেআরকে ২০ ওভারের মধ্যে ১৬৫/৯ রানে বেঁধে রাখতে পেরেছিল। কিন্তু কলকাতার রান তাড়া করতে নেমে মুম্বই ১১৩ রানে গুটিয়ে যায়। সৌজন্যে প্যাট কামিন্সের তিন উইকেট।