মুম্বই : বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারকে কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ‘মিথ্যেবাদী’ বলে কটাক্ষ করেছেন তিনি।
শনিবার কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেছেন, “সরকারে কী যে ঘটছে, বোঝা মুশকিল। সরকার (মহাযুতি সরকার) গঠিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও পোর্টফোলিও বরাদ্দ করা হয়নি। আইনশৃঙ্খলার অনেক সমস্যা আছে, এত সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এত দেরি কেন!”
সঞ্জয় রাউত আরও বলেছেন, “দেবেন্দ্র ফড়নবিস শুধু মিথ্যে কথা বলেন।”