৫০০ কেজি গাঁজা খেল নেংটিতে!

শুভাশিস বিশ্বাস

সত্যিই যত কাণ্ড যোগী রাজ্যে! পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা না কি খেয়ে ফেলেছে নেংটি ইঁদুর। পাশাপাশি পুলিশকে মোটেই পাত্তাও দেয় না এই ছোট্ট ইঁদুরগুলো। এমনটাই আদালতে দাবি করা হয় মথুরা পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত, এনডিপিএস অ্য়াক্টে যে মারিজুয়ানা ধরা পড়েছে তা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। আর মথুরা পুলিশ তার উত্তরে আদালতে জানিয়েছে, শেরগড় আর হাইওয়ে পুলিশ স্টেশনে বাজেয়াপ্ত হওয়া গাঁজা রাখা হয়েছিল।আর সেই বাজেয়াপ্ত করা গাঁজার ৫০০ কেজিরও বেশি খেয়ে ফেলেছে ইঁদুরে।

আর পুলিশের এই দাবি শুনে বিচারপতি মথুরার এসএসপি অভিষেক যাদবকে নির্দেশ দেন, ইঁদুরের উৎপাত বন্ধ করুন আর ৫৮১ কেজি গাঁজা ইঁদুরে খেয়ে ফেলেছে তার প্রমাণ দিন। এদিকে এই গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। পাশাপাশি পুলিশের গুদামঘরে রাখা গাঁজা কী করতে হবে তার পাঁচটি পয়েন্টও উল্লেখ করে আদালত। সূত্রের খবর, গত ১৮ নভেম্বর আদালত এই নির্দেশ জারি করেছে। কিন্তু পুলিশের তরফে ঠিক কী সাফাই দেওয়া হয়েছে? পুলিশের তরফে আদালতে জানানো হয়, ইঁদুরগুলো খুব ছোট। আর নেংটি ইঁদুররা পুলিশকেও ভয় পায় না। আর পুলিশ এই ইঁদুর সামলানোর ক্ষেত্রেও মোটেই দক্ষ নয়। এদিকে মথুরা পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের মে মাসে এই বিপুল পরিমাণ মারিজুয়ানা বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি ট্রাকে মিলেটের বস্তার নীচে লুকিয়ে প্রায় ৩৮৬ কেজি গাঁজা পাচার করা হচ্ছিল। সেই সময় তিনজনকে গ্রেপ্তারও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nineteen =