রীতি মেনেই গোঘাটের শ্যামবল্লভপুরে চলছে রাস উৎসবের আয়োজন

মহেশ্বর চক্রবর্তী

শ্যামবল্লভপুরের রাস উৎসব। হুগলি জেলার গোঘাটের এই জনপদটি প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন। প্রাচীনকালে জলপথের মাধ্যমে যখন যোগাযোগ ব্যবস্থা ছিল তখন থেকেই এই জনপদে রাস উৎসবের প্রচলন হয়। কিন্তু কিভাবে এবং কার হাত ধরে এই রাস উৎসবের প্রচলন হয় তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাচীন এই জনপদে এখনও রীতি মেনে রাস উৎসব হয়ে আসছে। গ্রাম্য পরিবেশে মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জায় সজ্জিত করে রাস উৎসবের আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী রাস উৎসবের। এমনটাই জানালেন পুজো উদোক্তারা। রীতি মেনে পুজোর আয়োজনে কোনও খামতি দেখা গেল না শ্যামবল্লভপুরের রাস উৎসবে। উদ্যোক্তাদের দাবি,রাস উৎসবের উদ্বোধনের দিন শোভাযাত্রা হয় এবং আটদিন ব্যাপী যাত্রা পালাগান ও হরিরাম সংকৃর্তীন হত। এলাকা জুড়ে বসত রাস মেলা। কয়েক লক্ষ লোকের সমাগম হত মহকুমার এই প্রাচীন জনপদে। তবে এই বছর আটদিন ব্যাপী হরিনাম সংকৃর্তীন হবে। যাত্রপালা গান দুইদিন করা হবে এবং ছোট ছোট অনুষ্ঠানও আয়োজন করা হয়। এমনটাই জানান রাস উৎসব কমিটির কোষাধ্যক্ষ সঞ্চয় কুমার দৌলুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =