কলকাতা : কলকাতার চারু মার্কেটে একটি জিমের মালিককে লক্ষ্য করে চলল দুই রাউন্ড গুলি। রবিবার বেলা ১১টা থেকে ১২ টার মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই হানলার নেপথ্যে দুই দুষ্কৃতী রয়েছে বলে অভিযোগ।
দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার সেই রয়েছে সেই জিম। অভিযোগ, রবিবার বেলা ১১টার পর আচমকা রেনকোট এবং হেলমেট পরে দু’জন জিমে ঢুকে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা।
তাঁর নাম ধরে ডাকা হচ্ছিল। দু’জনই এসেছিল বাইকে করে। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তারা জিমে ঢোকে। সামনে জিমের যে কর্মচারী ছিলেন, প্রথমে তাঁর কাছে মালিকের খোঁজ করা হয়। তিনি মালিককে ডেকে দেওয়ার চেষ্টা করেন। তখনই চলে গুলি।
পর পর দু’বার গুলি চালিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। মালিককে লক্ষ্য করেই তারা গুলি চালায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দু’টি গুলির খোল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।

