বর্ষবরণে রণডিহা ড্যামে উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বছরের প্রথম দিনে বাঁকুড়া জেলার অন্যতম ডেস্টিনেশন রণডিহা ড্যামে উপচে পড়া ভিড় পর্যটকদের।
সকলেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এবং নতুন বছরের প্রথম দিন বাঁকুড়া জেলার অন্যতম ডেস্টিনেশন রণডিহা ড্যামে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে পরিবারের সকলকে নিয়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সারাদিন খাওয়াদাওয়া হইহুল্লোড় এভাবেই বছরের প্রথম দিন কাটাচ্ছেন পর্যটকরা। পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্ক ছিল বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। ড্যামের বিভিন্ন প্রান্তে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দামোদর নদের ওপর অবস্থিত এই ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা এবং অপর প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই দুই জেলার পাশাপাশি অন্যান্য জেলা, এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকরা ভিড় জমিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eight =