Rampurhat : অগ্নিকান্ডে 5 জনের জেল হেফাজত

  • আমাকে ফাঁসালো মিহিলাল : সমীর সেখ

রামপুরহাট : আমাকে ফাঁসালো মিহিলাল । বগটুই কাণ্ডে ধৃত অভিযুক্ত সমীর সেখ এই দাবী করেন । শুক্রবার সিবিআই হেফাজতে থাকা অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত । বীরভূমের রামপুরহাটে ২১ মার্চ রাতে অগ্নিকাণ্ড হয় । হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । তদন্ত নেমে বিভিন্ন জায়গা থেকে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই । বগটুই থেকে সমীর সেখকেও গ্রেফতার করে সিবিআই । তাদের জেরা করার জন্য তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত । শুক্রবার সেই মেয়াদ আজ পুর্ণ হওয়ায় পাঁচজনকেই রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =