রামনবমীর শোভাযাত্রায় হাতে তরোয়াল!

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বর্ধমানের রানিগঞ্জ বাজার রামনবমী পুজো কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রায় দেখা যায় হাতে তরোয়াল নিয়ে। যদিও হাইকোর্ট থেকে নির্দেশ ছিল তরোয়াল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না। তবে বিজেপির পক্ষ থেকে যাঁরা বেরিয়েছিলেন, তাঁদের হাতে তরোয়াল দেখা না গেলেও তৃণমূলের নেতৃত্বরা যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, বর্ধমান রানিগঞ্জ বাজার রামনবমী পুজো কমিটি সেই শোভাযাত্রায় দেখা গেল হাতে তরোয়াল। ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এবং কাউন্সিলর ইন্তেকাব আলম। তাঁদের মিছিলেই দেখা যায় হাতে তরোয়াল নিয়ে নবরাত্রির নবম দিনে অংশগ্রহণ করতে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। হিন্দুশাস্ত্র মতে, রাজা দশরথ ও রানি কৌশলের সন্তান হিসেবে এদিন দেবতার রামের জন্ম হয় তাই এই দিনটি রামনবমী হিসেবে পালিত হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হল রাম।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট দিয়ে রামনবমীর বিশাল শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই রামনবনীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল সহ অন্যান্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা। আর এক দিকে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুধু তাই নয় যে বিজেপির নেতা শ্যামল রায় বহিÜৃñত ছিলেন বিজেপি থেকে এদিন তাঁকে দেখা গেল বিজেপির নেতার সঙ্গে পা মেলাতে এই রামনবমী শোভাযাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =