ঝাড়গ্রাম: বুধবার দুপুরের তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে জলাশয়ে আশ্রয় নিল দাঁতাল রামলাল। গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও মাত্রাতিরিক্ত গরম পড়েছে। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। সেই মতো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ। তাই
বুধবারের চড়া রোদ ও তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে দাঁতাল রামলাল বাধ্য হয়েই জামবনি ব্লকের আস্তি বাঁধের জলে ঢুকে পড়ে। বাঁধের জলে পুরো শরীর ডুবিয়ে প্রায় এক ঘন্টা সময় কাটায় রামলাল নামের হাতিটি। সেই দৃশ্য দেখতে গরমের মধ্যেও এলাকার মানুষ বাঁধের পাড়ে ভিড় করেন। অনেকেই রামলালের স্নানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। তীব্র গরম যে রামলালকেও কাহিল করে ছেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।