অযোধ্যা : সাজিয়ে তোলা হচ্ছিল অনেক দিন আগে থেকেই, রবিবার রামনবমীতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। সাজিয়ে তোলা হয়েছে রামলালাকে।
দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অযোধ্যায়, রাম ভক্তদের জন্য রবিবার সকাল থেকেই খুলে দেওয়া হয় রাম মন্দিরের। রামমন্দির যাওয়ার আগে বিপুল সংখ্যক ভক্ত সরযূ নদীতে পুণ্যস্নান করেন।
রামলালার দর্শনের পর মন্দির ঘুরে দেখেন ভক্তরা। ভক্তদের যাতে কোনও রকম অসুবিধার মুখে না পড়তে হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাম মন্দির ও অযোধ্যার বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী। শ্রী রাম জন্মভূমি মন্দিরের ব্যবস্থাপনা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মধুবন সিং বলেন, “রাম নবমী উপলক্ষে প্রচুর সংখ্যক মানুষ প্রার্থনা করতে আসেন, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যথাযথ পার্কিং ব্যবস্থাও করা হয়েছে।”