রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহাই

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা। সূত্রে খবর, রাজীব সিনহার নির্বাচন কমিশনার হওয়া নিয়ে যে টালবাহানা চলছিল এবার তাতে সবুজ সংকেত মিলেছে রাজভবনের তরফ থেকে। রাজ্য নির্বাচন কমিশনার পদে কে বসবেন তা নিয়ে রাজভবন এবং নবান্নের মধ্যে দীর্ঘ টালবাহানার পর বুধবার রাজ্যের প্রস্তাবিত নামেই সিলমোহর দিল রাজভবন। প্রসঙ্গত, গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী রাজীব সিনহার নাম পাঠিয়েছিল নবান্ন। রাজ্য সরকার এই পদে সৌরভের উত্তরসূরি হিসাবে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠিয়েছিল। যদিও একটি নাম পাঠানো নিয়ে আপত্তি জানায় রাজভবন। এরপর দ্বিতীয় নাম হিসাবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় নবান্নের তরফ থেকে। তবে এতেও রাজি ছিল না রাজভবন। ফের তৃতীয় বিকল্পের নাম চেয়ে পাঠানো হয় রাজভবনের তরফে। মাঝে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেন, সঠিক সময়েই রাজ্য নতুন নির্বাচন কমিশনার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =