স্বর্ণ ব্যবসায়ী খুনে বাজেয়াপ্ত রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়ি

কলকাতা : দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বাজেয়াপ্ত করা হল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি। নীলবাতি লাগানো গাড়িটি শুক্রবার গভীর রাতে বাইপাসের ধার থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই গাড়ি করেই ব্যবসায়ী স্বপন কুমিলার দেহ নিউটাউনের জঙ্গলে ফেলা হয়েছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে গাড়িটি কার সেটিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা সজল সরকারের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে কোচবিহার পুলিশ।

এই ঘটনার তদন্তে নেমে বিডিও ঘনিষ্ঠ রাজগঞ্জের বিডিওর প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি, তাঁর বন্ধু তুফান থাপা ও কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তবে কেন বিডিওকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার।

দাবি, ঘটনার দিন ৬জন উপস্থিত ছিল বিডিওর নিউ টাউনের ফ্ল্যাটে। সেখানে স্বপনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরেই মৃত্যু হলে তাঁকে নিউ টাউনের জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =