রঞ্জি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রজত পাতিদারের

চলতি রঞ্জি ট্রফিতে রেকর্ডের ছড়াছড়ি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেছেন রজত পাতিদার। সেই সুবাদে রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করার তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন রজত। তিনি ভেঙেছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার নমন ওঝার রেকর্ড। এর আগে ৬৯ বলে শতরানের রেকর্ড ছিল নমনের। রজত হরিয়ানার বিরুদ্ধে ৬৮ বলে শতরান হাঁকিয়েছেন। আইপিএল রিটেনশন তালিকা জমা দেওয়ার আগে রজতের এই ইনিংস আরসিবিকে তাঁকে নিয়ে দ্বিতীয় বার ভাবতে বাধ্য করল।

মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনে নেমে শেষ অবধি ১০২ বলে ১৫৯ রানের অনবদ্য ইনিংস উপহার দেন রজত পাতিদার। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার এবং ৭টি ছয়। স্ট্রাইকরেট ১৫৫.৮৮। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি রজতের ১৩তম শতরান। হরিয়ানার হর্ষল প্যাটেল, জয়ন্ত যাদব ও যুজবেন্দ্র চাহালকে রীতিমতো বিপাকে ফেলেছিলেন রজত।

ভারতীয় দল থেকে দীর্ঘদিন দূরে রজত পাতিদার। এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। সেই সিরিজে ৩ ম্যাচে মাত্র ৬৩ রান করেন। তাঁর গড় ছিল ১০.৫০। ওই সিরিজের পর সেই অর্থে জাতীয় দলে সুযোগ পাননি। ৩টি টেস্ট ছাড়া ভারতের হয়ে একটি ওডিআই ম্যাচও খেলেছেন তিনি। তাতে ২২ রান করেছিলেন। কয়েকদিন আগে ভারত-এ দল অস্ট্রেলিয়ায় গিয়েছে। সেখানেও সুযোগ পাননি রজত। এ বার রঞ্জিতে রজতের ব্যাট জ্বলে উঠেছে। এর আগে মুল্লানপুরে পঞ্জাবের বিরুদ্ধে মধ্যপ্রদেশের রঞ্জি ম্যাচে এক ইনিংসে ৯০ রান করেছিলেন রজত। এ বার হরিয়ানার বিরুদ্ধে ১৫৯ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + nine =