রাজস্থান রয়্যালস ৭২ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে

গতির জন্য পরিচিত জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক। আইপিএলের গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পরই ভারতীয় দলে প্রবেশের দরজা খুলে গিয়েছিল জম্মু ও কাশ্মীরের পেসার উমরান মালিকের কাছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার রবিবার দেবদত্ত পাডিক্কলের অফ স্টাম্প উপড়ে ফেলেন। সেইসময় বলের গতি পরিমাপ করা হয়েছে ১৪৯.২ কিমি প্রতি ঘন্টা। হায়দরাবাদের পাডিকলের উইকেটটির ভীষণ প্রয়োজন ছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৫১ রান তুলে ফেলেছে। ক্রিজে ছিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর দেবদত্ত পাডিকল চার নম্বরে ব্যাট করতে নামেন। পাডিকল (৪) ক্রিজে সেট হওয়ার আগেই রাজস্থানকে তৃতীয় ধাক্কা দেন উমরান মালিক। আইপিএলের অভিজ্ঞ ব্যাটার উমরানের গতির সামনে টিকতে পারেননি। গুড লেন্থের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু বলটি ধেয়ে এসে অফ-স্টাম্পে গিয়ে আঘাত করে। ম্যাচে উমরান মালিকের প্রথম ও শেষ উইকেট ছিল এটি। এদিন উমরানের ওভার বেশ ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছে। সম্ভবত এই কারণেই তিনি পুরো চার ওভার বল করার সুযোগ পাননি। উমরান তিন ওভারে ১০.৬৬ ইকোনমিতে ৩২ রান খরচ করেন। এই উইকেট ফেললেও রাজস্থানের রান রেট কমেনি এবং নির্ধারিত ২০ ওভারে ২০৩ রানের বিশাল স্কোর গড়েন সঞ্জু স্যামসনরা। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। শিমরন হেটমায়ার ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। জস বাটলার ২২ বলে ৫৪ রান এবং যশস্বী জয়সওয়াল ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। প্রথম উইকেটে দু’জনের মধ্যে ৮৫ রানের পার্টনারশিপ হয়। ম্যাচটি ৭২ রানে জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =