পঞ্জাবকে বিশাল ব্যবধানে হারাল রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের সবচেয়ে ব্য়ালান্সড দল মনে করা হচ্ছে পঞ্জাব কিংসকে। পারফরম্যান্সেও সেটা দেখিয়েছে প্রথম দু-ম্যাচে। যদিও ঘরে ফেরা স্বস্তির হল না পঞ্জাব কিংসের। মুল্লানপুর স্টেডিয়ামে আইপিএলের হাতে গোনা ম্যাচ হয়েছে। এর মধ্য়ে মাত্র একবারই ১৬০ প্লাস স্কোর তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। ফলে প্রথম ইনিংসেই যেন ম্যাচ হাতছাড়া পঞ্জাব কিংসের। টস হেরে প্রথমে ব্য়াট করতে নেমে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। প্রথম বার এই মাঠে ২০০ প্লাস স্কোর। যা তাড়া করে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হত পঞ্জাব কিংসকে।

বোর্ডে বড় টার্গেট ছাড়াও দু-দলের মধ্য়ে পার্থক্য় গড়ে দেয় পার্টনারশিপের অভাব। রাজস্থানের ওপেনিং জুটি দুর্দান্ত হয়েছে। পাশাপাশি মিডল অর্ডারেও পার্টনারশিপ হয়েছে। যে কারণে ২০০ প্লাস স্কোর গড়তে পেরেছে তারা। ক্যাপ্টেন্সিতে ফেরা সঞ্জু স্যামসন,যশস্বী, রিয়ান পরাগরা দুর্দান্ত ব্য়াটিং করেন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে পঞ্জাব কিংস।

পঞ্জাব ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওপেনার প্রিয়াংশ আর্যকে বোল্ড করেন জোফ্রা আর্চার। পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার দুরন্ত ছন্দে। নেমেই কভারের উপর দিয়ে বাউন্ডারি মারেন। যদিও সেই ওভারে তাঁরও উইকেট নেন জোফ্রা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে পঞ্জাবের। নেহাল ওয়াদেরা ও গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু পরপর দু-ওভারে এই দু-জনের উইকেট পড়তেই যাবতীয় সম্ভাবনা শেষ পঞ্জাবের। ঘরের মাঠে ৫৫ রানের বিশাল ব্যবধানে হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =