বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার পাশে দাঁড়িয়ে সরব হলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।
নূপুরকে সমর্থন জানিয়ে রাজ বলেছেন, ‘সবাই নূপুরকে ক্ষমা চাইতে বলেছিলেন। আমি ওঁকে সমর্থন করেছিলাম। উনি যা বলেছেন, অতীতে একই কথা জাকির নায়েকও বলেছেন। তখন নায়েককে কেউ ক্ষমা চাইতে বলেননি।’ প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় অংশ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর। তাঁর সেই মন্তব্যের সমর্থনে টুইট করেন আর এক বিজেপি নেতা নবীন জিন্দল। তাঁদের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে সমলোচনার ঝড় বয়ে যায়। ইরান, কাতার-সহ একাধিক দেশ নূপুরের মন্তব্যের বিরোধিতায় সরব হয়। চাপের মুখে শেষ পর্যন্ত নূপুরকে সাসপেন্ড করেন বিজেপি নেতৃত্ব।
পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে নূপুরের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা (Telengana), পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর ও অসম পুলিশ বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। সমস্ত মামলায় গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন নূপুর। সেই সঙ্গে সবক’টি মামলাকে একত্রিত করার দাবিও জানান নূপুর। এদিকে গত ১ জুলাই শীর্ষ আদালতে চরম তিরস্কৃত হতে হয় নূপুরকে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আপনার বেফাঁস মন্তব্যের জেরে আজ গোটা দেশে আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে এবার রাজ ঠাকরেকে দেখা গেল নূপুরের পাশে দাঁড়াতে।