নববর্ষে রাজভবন রূপান্তরিত হল জনরাজভবনে

সাদা প্রাসাদোপম বাড়ি রাজভবনকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল বহুকালের। তবে নিরাপত্তারক্ষীদের থেকে ভিতরে ঢোকার জন্য কখওনই মেলেনি সবুজ সংকেত। ফলে ওই বিরাট দরজা পেরিয়ে কোনওদিনই ভিতরে ঢুকতে পারেননি আমজনতা। তবে এবার বাংলার নতুন বছরে সেই সুযোগ করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নববর্ষের সকালেই রাজভবনের দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। সকালে সেই উদ্যোগের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যপাল জানিয়েছিলেন, রাজভবন হয়ে যাবে ‘জনরাজভবন’। নববর্ষের দিন থেকে হেরিটেজ ওয়াক চালু করার কথাও জানিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন কলকাতায় এসেছিলেন, তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি। রাজভবনকে ‘জনরাজভবন’করে তোলার প্রক্রিয়া সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে খুলল দরজা।
এদিকে এদিন সকালে রাজভবনের গেটে নজরে আসে লেখা রয়েছে ‘শুভ নববর্ষ’। সকালেই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন রাজ্যপাল। এরপর পদযাত্রার সূচনা করেন তিনি। এনসিসি-র সদস্যরা হেঁটে যান রেড রোডে। এছাড়াও একটি সাইকেল যাত্রাও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। সব কর্মসূচি নিজেই তদারকি করেন তিনি। সকাল থেকে রাজভবনের সামনে ভিড় করেছেন বহু সাধারণ মানুষ। ভিতরে কী রয়েছে, তা জানতে আগ্রহী অনেকেই। পাশাপাশি সূত্রে এ খবরও মিলেছে যে, রাজভবনের ভিতরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যাবে। রাজভবনের নীচের ঘর, ঝুলন্ত সেতু, সুইমিং পুল, বাগান, রাজভবনের গ্রন্থাগার ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষজন। তবে নিরাপত্তাজনিত কারণ মাথায় রেখে বেশ কিছু জায়গাকে এই তালিকার বাইরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =