কাল মুক্তি পাচ্ছে কিশমিশ, ফের দেব-রুক্মিণী ম্যাজিক দেখতে মরিয়া দর্শক

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। শুক্রবার ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব অভিনীত নতুন ছবি ‘ কিশমিশ’ । ইতিমধ্যেই ছবির ট্রেলার এবং একের পর এক গান জিতে নিয়েছে দর্শকের মন ।

ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ কিশমিশ ‘ মুক্তির কথায়, সম্পূর্ণ ভালোবাসার ছবি কিশমিশ। প্রেমে পড়ে অনেকেই পস্তায় । সেই যুক্তি মেনে নতুন ছবির নাম দেওয়া হয়েছে ‘কিশমিশ’। যা দেখতে খারাপ, কিন্তু খেতে মিষ্টি। ছবিতে দেব ও রুক্মিণীর সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়,অঞ্জনা বসু ও জুন মালিয়া । সম্প্রতি ছবির প্রচারে শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় অভিনেতাকে । কিছুদিন আগেই ‘ কিশমিশ ‘ ছবির প্রচারে সাউথ সিটি মলে জনসমক্ষে হাজির হয় অভিনেতা দেব। তার আগে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রোরেল সফর সারেন দেব রুক্মিণী । আর এখন অপেক্ষা পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ কিশমিশ ‘ মুক্তির । সম্প্রতি, দেব তার নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ কিশমিশ ‘ ছবির বেশ কিছু আনকাট মুহূর্ত শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =