ঝমঝমিয়ে বৃষ্টি, ভাসল কলকাতা-সহ রাজ্য

কলকাতা : লক্ষ্মীপুজোর বিকেলে আচমকা ঝেঁপে বৃষ্টি এল। প্রবল বৃষ্টিতে কার্যত ভাসল কলকাতা-সহ গোটা বাংলা। ইতিমধ্যেই জল থইথই অবস্থা। বেজায় বিপাকে রাস্তার পাশে লক্ষ্মীপুজোর পসরা নিয়ে বসা ব্যবসায়ীরা। এভাবে টানা বৃষ্টি চলতে থাকলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

এবছর তিথি অনুযায়ী দুদিন লক্ষ্মীপুজো। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও পুজো করবেন অনেকে। ফলে অনেকেরই পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বাকি। তাঁদের অধিকাংশেরই পরিকল্পনা ছিল বুধবার সন্ধ্যায় বেরিয়ে তা সেরে ফেলা। কিন্তু বাদ সাধল বৃষ্টি। বিকেলে আচমকা ঝমঝমিয়ে শুরু বৃষ্টি।

কলকাতা-সহ গোটা বাংলা কার্যত ভাসল। কোথাও কোথাও বইছে ঝোড়ো হাওয়া। তুমুল ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে। আটকে গিয়েছে রাস্তা। কোনও রাস্তায় এক হাঁটু জল। পুজোর বিকেলে এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ নানা কারণে বাইরে বেরোনো বা বার হতে যাওয়া আবালবৃদ্ধবণিতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =