বৃষ্টি পিছু ছাড়ছে না রোহিতদের। ফ্লোরিডা থেকে বার্বাডোজ, আবার ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা। বৃষ্টির জন্য ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়নি। বৃহস্পতিবার সুপার এইটে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। বার্বাডোজের ব্রিজটাউনে খেলা। কিন্তু সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। সুপার এইটে কোনও রিজার্ভ ডে নেই। খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল। যা মোটেই চাইবেন না রোহিতরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্যাচ জিততে চাইবে ভারত। বৃষ্টির পাশাপাশি আশঙ্কা বিরাট কোহলির ফর্ম নিয়েও। চলতি বিশ্বকাপের তিন ম্যাচে মাত্র পাঁচ রান তাঁর। আফগানদের বিরুদ্ধেও কি তাঁকে ওপেন করতে দেখা যাবে? এখনও পর্যন্ত সেটা হওয়ারই সম্ভাবনা বেশি। তবে সুপার এইটের গণ্ডি পেরোতে বিরাটের রান পাওয়া অত্যন্ত জরুরি। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে সমস্যা হচ্ছে কোহলির। আফগানদের বোলিং যথেষ্ট ভাল। রশিদ ছাড়াও ফারুকির মতো বাঁ হাতি রয়েছে, যে শুরুতেই চাপে ফেলে দিতে পারে বিরাটকে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।