ইডেনের প্লে-অফে চোখ রাঙাচ্ছে আবহাওয়া, বৃষ্টিতে ম্যাচ বাতিল হবার সম্ভাবনা

শনিবারের কলকাতা এ বছরের সবথেকে ভয়াবহ কালবৈশাখী দেখে নিয়েছে। যার জেরে বিস্তর ক্ষয়ক্ষতির সন্মুখীন শহর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারে-ও এমন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তা-ই যদি হয়, তাহলে নিশ্চিতভাবেই প্রশ্নের মুখে পড়ে যেতে চলেছে ইডেনের বুকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার।

আজ ইডেনে কোয়ালিফায়ার খেলা হবে তো? তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আজ সন্ধে সাড়ে সাতটায় গুজরাট বনাম রাজস্থান প্লে অফ ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র ছ’ ঘণ্টা আগেই এমন দুর্যোগের আবহাওয়া স্বভাবতই চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের।

তবে ইডেনের নিকাশি ব্যবস্থা খুবই ভাল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই।” তিনি জানিয়েছেন, বৃষ্টি হলেও সমস্যা নেই। খেলার আগে বৃষ্টি থেমে গেলে ম্যাচ শুরু হতে সমস্যা নেই। সৌরভ বলেছেন, ” বৃষ্টি থামার আধঘণ্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া যাবে।” আরও জানা গিয়েছে, পাঁচটি সুপার সপার তৈরি রাখা রযেছে। তাড়াতাড়ি আউটফিল্ড শুকিয়ে ফেলতে অত্যন্ত কার্যকর এই সুপার সপার।

কিন্তু যদি সঠিক সময়ে বৃষ্টি না থামে? সেক্ষেত্রে বেশ কিছু বিকল্প রয়েছে। সাতটায় টস হয়ে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু বৃষ্টি হলে ম্যাচ পিছিয়ে যাবে। রাত সাড়ে ন’টা পর্যন্ত সময় রয়েছে ম্যাচ শুরু করার জন্য। সেক্ষেত্রে ওভার সংখ্যা কমানো হবে না। দুই দলই পুরো কুড়ি ওভার খেলবে। কিন্তু সাড়ে ন’টার পরে বৃষ্টি না থামলে ওভার সংখ্যা কমতে পারে। রাত সাড়ে এগারোটাতেও খেলা শুরু হতে পারে। সেক্ষেত্রে মাত্র পাঁচ ওভার খেলবে দুই দল। কিন্তু সেটাও সম্ভব না হলে সুপার ওভার খেলতে হবে দুই দলকে। সেই খেলা শুরু করা হবে রাত একটায়। ম্যাচ যদি সম্পূর্ণ ভেস্তে যায়, তাহলে লিগ টেবিলের পয়েন্ট দেখে বিজয়ী ঘোষণা করা হবে।

আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ বাংলার ঋদ্ধিমান সাহা। বেশ কিছুদিন ধরেই সিএবির সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। গুজরাট টাইটান্স দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু বঙ্গ ক্রিকেট প্রশাসনের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি বাংলা ছাড়তে চেয়েছেন। এমনকী তিনি বলেন, মোতেরাই আমার ঘরের মাঠ। সেই কারণেই প্রিয় ইডেনে ঋদ্ধির খেলার দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই। প্রবল বৃষ্টি মাথায় নিয়েও ইডেনের সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা। ক্রিকেটের টান এমনই। থুড়ি, আইপিএলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − ten =