রামেশ্বরম : জাহাজ এলেই উঠে যাবে রেলপথ, ভারতের প্রথম ‘উল্লম্ব লিফট’ যুক্ত রেল-সেতুর শুভ উদ্বোধন হল রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষ্যে নতুন পাম্বান সেতুর শুভ উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। ভারতের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে সমুদ্র সেতু এটি।
শ্রীলঙ্কা সফর সেরে তামিলনাড়ু ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পাম্বান সেতুর উদ্বোধন করেছেন। এটিই ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ। ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে ৫৩৫কোটি টাকা।
আগের সেতুটি জাহাজ চলাচলের সময় খুলে দিতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতো । এই সেতুটি মাত্র ৫ মিনিটেই খুলে দেওয়া সম্ভব হবে। এছাড়াও এদিন ট্রেন ও জাহাজেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী, যা পরিবহন এবং অগ্রগতির একটি নতুন যুগের সূচনা করে।