হাওড়া : নতুন বছরের শুরুতেই ঘটল রেল দুর্ঘটনা। হাওড়ার পদ্মপুকুর লেভেল ক্রসিংয়ের কাছে হয় ট্রেন দুর্ঘটনা। আজ প্রজাতন্ত্র দিবসের সাত সকালে দুর্ঘটনার কবলে হাওড়ার পদ্ম পুকুরে পাশাপাশি লাইনচ্যুত দুটি ট্রেন।
২২৮৫৫ ডাউন সাঁতরাগাছি-তিরুপতি উইকলি এক্সপ্রেস ও হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিং এ আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিনে সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ দুটি ট্রেন পাশাপাশি পদ্মপুকুরের ওই রেললাইন ধরে ইয়ার্ডে ঢোকার সময় দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে।
এর জেরে পদ্মপুকুর ব্যস্ত লেবেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় , বহু গাড়ি আটকে যায় এই দুর্ঘটনায়। এই লেভেল ক্রসিং দিয়ে নির্ভর করে হাজার হাজার যানবাহন থেকে পথ চলতি মানুষ এই লেভেল ক্রসিং সংযুক্ত করে ক্যারি রোডের সাথে আন্দুল রোডের তার ফলে সাধারণ মানুষের আজকের দিনে আন্দুল রোডের সাথে যোগাযোগ সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত করছে ও চেষ্টা করছে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব দুর্ঘটনা গ্রস্ত ট্রেন দুটিকে লেবেল ক্রসিং থেকে সরিয়ে লেভেল ক্রসিংকে উন্মুক্ত করার চেষ্টা করছে রেল দপ্তর। যদিও ঘটনায় কারোর হতাহতের কোনো খবর নেই বলেই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানান হয়েছে।

