হাওড়া : শনিবার সকালেই চরম ভোগান্তির মুখে পড়লেন হাওড়া–আমতা শাখার নিত্যযাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের ওই শাখায় বারবার ট্রেন দেরিতে চলার প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধে সামিল হন।
সকাল সাড়ে আটটার কিছু আগে হাওড়াগামী লোকাল ট্রেন বড়গাছিয়া স্টেশনে পৌঁছয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা ক্ষোভে রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। অবরোধকারীদের অভিযোগ, প্রতিদিনই ট্রেন অনিয়মিতভাবে চলছে। ফলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাঁদের বক্তব্য, “মালগাড়িকে অগ্রাধিকার দিয়ে লোকাল ট্রেনকে বারবার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।”
এক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন চাকরির জায়গায় দেরিতে পৌঁছই, বসেরা রাগ করে, চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছি। রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রেলের কর্তৃপক্ষ। শুরু হয় যাত্রীদের সঙ্গে আলোচনার চেষ্টা। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে ট্রেন চলাচলে যাতে সমস্যা না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে দীর্ঘ আলোচনার পরও অবরোধকারীদের মন গলেনি। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। ঘটনাস্থল থেকে প্রায় দশ জন অবরোধকারীকে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তবে যাত্রীদের মধ্যে ক্ষোভ এখনও তীব্র।

