লোকসভায় রাহুলের “হিন্দু” মন্তব্যে উত্তাল সংসদ, উঠলো ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘হিন্দু’ মন্তব্যের জেরে উত্তাল সংসদ ভবন। সোমবার সংসদে রাহুল বলেন, ‘যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তাঁরাই সর্বক্ষন হিংসা, ঘৃণা আর অসত্য কথা বলেন। আসলে তাঁরা প্রকৃত হিন্দুই নয়’। বিরোধী দলনেতার মুখে এমন কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের সাংসদেরা। রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা।

রাহুলের এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।” এরপরই রাহুলের মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, “উনি জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর ক্ষমা চাওয়া উচিত।” রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভায় মিথ্যা কথন এবং হিন্দু বিদ্বেষের অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

বিজেপি সভাপতি বলেছেন, “তাদের হিংস্র বলার জন্য সমস্ত হিন্দুদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। এই একই ব্যক্তি বিদেশি কূটনীতিকদের বলছিলেন, হিন্দুরা সন্ত্রাসবাদী। হিন্দুদের প্রতি ওঁর এই ঘৃণা বন্ধ হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =